<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের আগে থেকেই সারা দেশে অনিয়ন্ত্রিত নিত্যপণ্যের বাজার। উচ্চ মূল্যস্ফীতির চাপে প্রকৃত আয় কমে যাওয়ায় অস্বস্তিতে রয়েছে দেশের খেটে খাওয়া মানুষ। সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বাজারে উত্তাপ কমেনি। বাজার স্থিতিশীল করতে আমদানি পণ্যের শুল্ক-কর কমানো, মার্জিন তুলে দেওয়া, বাজারে অভিযান চালানোর মতো বিষয়গুলো অগ্রাধিকার পেলেও নিয়ন্ত্রণ করা যায়নি বাজার। বাজারে টাকার প্রবাহ কমাতে কয়েক মাসের মধ্যে একাধিকবার নীতি সুদহার বাড়ানো হলেও আবার টাকা ছাপিয়ে উসকে দেওয়া হয়েছে মূল্যস্ফীতি। অন্যদিকে উচ্চ সুদহারের চাপে নাকাল ব্যবসায়ীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যারা বাজারের প্রধান অংশীজন সেই ব্যবসায়ীদের সরকার গুরুত্ব না দেওয়ায় উল্টো ফল হচ্ছে। সংকট উত্তরণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকার সংলাপ করলেও এখনো ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলে সমাধানের পথ সহজ হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজার ব্যবস্থাপনার গলদের পাশাপাশি শিল্পে নিরাপত্তাহীনতা, সরবরাহ ব্যবস্থায় সমস্যা, ডলার সংকট, আমদানি-রপ্তানির বেহাল দশায় সংকট আরো ঘনীভূত হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বর্তমানে দেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৩.৮০ শতাংশে। সে হিসাবে আগে একজন ক্রেতা ১০০ টাকার বিনিময়ে যে পরিমাণ পণ্য কিনতে পারতেন, বর্তমানে একই পণ্য কিনতে তার খরচ হচ্ছে প্রায় ১১৪ টাকা। অর্থাৎ তার উপার্জনের ১৪ শতাংশ খেয়ে ফেলছে মূল্যস্ফীতি। বর্তমান বাজার মূল্যে যে ব্যক্তির মাসিক আয় ৫০ হাজার টাকা, তার প্রকৃতপক্ষে আয় ৪৩ হাজার টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি টার্গেটে পরিণত হয়েছেন ব্যবসায়ীরা। প্রতিনিয়ত তাদের পড়তে হচ্ছে নানা ধরনের সংকটে। পরিবারসহ ব্যাংক হিসাব জব্দ করা, হত্যা মামলা দেওয়া, গোয়েন্দা নজরদারিতে থাকা, নিরাপত্তা হুমকি, সার্বিক কার্যক্রমে তদারকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এর প্রতিফলন পড়েছে বাজারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসের ব্যবধানে বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। এত পদক্ষেপের ভিড়ে যেই ব্যবসায়ীদের হাতে পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার লাগাম; তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের মতবিনিময় করা হয়নি। উল্টো ব্যবসায়ীদের আরো কোণঠাসা করা হয়েছে। ডলার সংকট আরো বেড়ে এলসি খোলার পরিমাণ ও যন্ত্রপাতি আমদানির পরিমাণ কমে গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর যোগ দেওয়ার পর তিনবার নীতিসুদ হার বাড়ানো হয়েছে। বর্তমানে যা অবস্থান করছে ১০ শতাংশে। এ ছাড়া আমদানির ক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় ১১টি পণ্যে শতভাগ মার্জিনসহ বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সিদ্ধান্তে বেশিদিন অটল থাকতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ছয় ব্যাংককে টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকার তরল সহায়তা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টাকা ছাপানোর পর মূল্যস্ফীতি বাড়লেও গভর্নরের দাবি, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাপানো টাকা ছাড়া ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার আর কোনো বিকল্প উপায় ছিল না। ছাপানো টাকা ব্যাংককে দেওয়া হলেও বাজারে মুদ্রার প্রবাহ বাড়বে না। বাড়তি টাকা বন্ড ইস্যুর মাধ্যমে আবার তুলে নেওয়া হবে। ফলে বাজারে মুদ্রার সরবরাহ স্বাভাবিক থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে বাজার ধরে রাখতে সুদহার বাড়িয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে এর প্রভাব পড়েছে ব্যবসায়ীদের ওপর। ঋণের বাড়তি বোঝা এখন তাদের ঘাড়ে। প্রজ্ঞাপন জারি করে চাল, আলু, পেঁয়াজ, তেল, খেজুর, ডিমসহ বিভিন্ন পণ্যের শুল্ক-কর কমালেও ব্যবসায়ীরা আমদানি না করায় সেই প্রভাব পড়েনি বাজারে। অন্যদিকে ভোক্তা অধিকার কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বাজারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। অথচ সরবরাহ কম থাকলে বাজারে অভিযান ভালো কোনো ফলাফল নিয়ে আসে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে দীর্ঘ সময় সরকারি সংস্থার মাধ্যমে বাজার তদারকিতে ব্যর্থ হয়ে সরকারের পক্ষ থেকে এখন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের কোনো সমস্যা হচ্ছে কি না অথবা তারা কী ভাবছেন তা যাচাইয়ের কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের বিভিন্ন দপ্তর, বিভাগ, গোয়েন্দা সংস্থা, কোল্ড স্টোরেজ মালিকসহ সবার সঙ্গে আজকেও কথা হয়েছে। আমদানিকারক ও উৎপাদক সবার সঙ্গে প্রায় প্রতিদিনই কথা বলছি। তাদের সমস্যা, ভাবনা ও অবস্থান আমরা প্রতিনিয়ত যাচাই করছি। আমাদের সঙ্গে তাদের একটা মতবিনিময় নিয়মিত চলছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পটপরিবর্তনের পর ব্যবসায়ীরা কী আস্থায় আছে জানতে চাইলে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বড় বড় পাঁচ-ছয়টা শিল্প গ্রুপের মধ্যে শুধু দু-একটি বড় শিল্প গ্রুপ নেই সংগত কারণে। এতে কিছুটা সমস্যা হচ্ছে। আলু-পেঁয়াজ যারা আমদানি করে তারা পর্যাপ্ত এলসি খুলছে। মাঝখানে একটু স্লো হয়েছিল, কিন্তু এখন মার্জিন লিবারেল করায় ব্যবসায়ীদের মধ্যে ভালো সাড়া দেখছি। পরিসংখ্যান আমরা নিয়মিত ফলো করছি। এখন মনে হচ্ছে স্বাভাবিক পর্যায়ে আসছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডলার সংকটের জেরে এলসি খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। তবে ভয় ও নানামুখী চাপে প্রকাশ্যে কিছু বলতেও পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে ভোজ্য তেল সরবরাহকারী একটি বৃহৎ শিল্প গ্রুপের বিতরণ শাখার প্রধান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা এলসি খুলতে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। বরং একাধিকবার এলসি বাতিল করা হয়েছে। যার কারণে বাজারে আমাদের তেল সরবরাহ কমে গেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাহিদা কমায় উৎপাদনও কমছে</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উচ্চ মূল্যস্ফীতি থাকায় ক্রয়ক্ষমতা কমেছে সাধারণ মানুষের। ভোগ কমে যাওয়ায় উৎপাদনও কমিয়ে দিয়েছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। জানতে চাইলে প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উচ্চ মূল্যস্ফীতির জেরে পণ্যের চাহিদা আগের তুলনায় অনেকটা কমেছে। গ্যাস সংকটের কারণে বড় বিনিয়োগ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উৎপাদন বাড়ানোয় জোর</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজার ব্যবস্থাপনা ঠিক রাখতে উৎপাদন বাড়ানোয় জোর দিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজার অস্থিতিশীলকারী সিন্ডিকেট ভাঙতে সরকারকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। শুধু নীতি সুদহার বাড়ালেই হবে না। সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানগুলোকে সচল করতে হবে। উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে। নইলে মূল্যস্ফীতি কমবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজস্ব আদায়ে বড় ঘাটতি</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্পোৎপাদন ব্যাহত হওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ৩০ হাজার ৭৬৮ কোটি টাকা রাজস্ব ঘাটতির মুখে পড়েছে এনবিআর। জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশজুড়ে ছাত্র আন্দোলনে দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ছিল। সাধারণ ছুটির পাশাপাশি ছিল কারফিউ। এতে মারাত্মকভাবে ব্যাহত হয় শিল্প উৎপাদন। এর জেরে আয়কর, কাস্টমস ও ভ্যাট; সব অনুবিভাগেই দেখা গেছে নেতিবাচক প্রবৃদ্ধি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেসরকারি ঋণ সর্বনিম্ন পর্যায়ে</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসার পরিবেশে অনিশ্চয়তা আর ব্যাংকঋণে উচ্চ সুদহারের প্রভাব পড়েছে ঋণ প্রবৃদ্ধিতে। গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের তৃতীয় মাসে বেসরকারি খাতে ঋণ বিতরণের পরিমাণ আগের বছর একই সময়ের তুলনায় ৯.২০ শতাংশ কমেছে। সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে এ খাতে এর চেয়ে কম, ৮.৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ প্রসঙ্গে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ার মানে হলো ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ কমে যাওয়া। সেই সঙ্গে কমবে শিল্প সম্প্রসারণের গতি। অবধারিতভাবে তার প্রভাব পড়বে কর্মসংস্থানে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসায়ীদের সঙ্গে বসার পরামর্শ</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজার ব্যবস্থাপনায় সরকারের দুর্বল নীতির কারণে বাজার অনিয়ন্ত্রিত রয়ে গেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বসা উচিত বলে মনে করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর। কালের কণ্ঠকে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজার ব্যবস্থাপনায় সরকারের দুর্বলতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারের বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বসা উচিত। কারা বাজারকে অস্থিতিশীল করছে, সেটা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত। শুধু সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সব দেশের ক্ষেত্রে বিষয়টি একই কাজে লাগে না। বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সিন্ডিকেটকে ভাঙা জরুরি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>