<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতার সন্তান চলমান কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়েছেন। প্রভাবশালী সাবেক এক আমলার পরিবারের একাধিক সদস্য, পুলিশের বর্তমানে আলোচিত এক কর্মকর্তার সন্তানও আন্দোলনকারীদের সমর্থন দিয়েছেন। তাঁরা গত তিন দিনে ফেসবুক ও ইনস্টাগ্রামে এই সমর্থন জানান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিক্ষার্থীদের আন্দোলন সমর্থনকারীদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ারের বোন মিতালী হোসেন, আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদকের ছেলে, পুলিশের একজন আলোচিত কর্মকর্তার মেয়ে, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির একজন সদস্যের মেয়ে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিত তাঁর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এরা যতই বুক ফুলিয়ে জয় বাংলা বলে চেঁচাক, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সাথে ২০২৪-এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এরা আজ চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রেজওয়ান শাহরিয়ার সুমিত আরো লেখেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোন আদর্শের রাজনীতি আমি জানি না, তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই, তা ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট ও অর্থলোভী হয়ে যায়।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এই পোস্ট দেওয়ার একদিন পরে তা প্রত্যাহার করেন সুমিত। পরে তিনি নিজের প্রফাইল ফটো বদলে শোকের রং কালো করে দেন, যা এখনো আছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ারের বাবা আনোয়ার হোসেন রতু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা। তাঁর পরিবারের একাধিক সদস্য শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন। কয়েক দিন ধরে কবির বিন আনোয়ারের বোন মিতালী হোসেন নিয়মিত ফেসবুক পোস্টে শিক্ষার্থীদের প্রতি নিজের সমর্থন জানাচ্ছেন। তাঁর ফেসবুক আইডির ওয়ালে গিয়ে দেখা যায়, তিনি ক্ষমতাসীনদের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেও একাধিক পোস্ট দিয়েছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কবির বিন আনোয়ারের বোন ইমেলদা হোসেন দীপা স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য। তাঁর কন্যা নুসাফেরিন বিজেতার ফেসবুক আইডি অনুসারে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বিজেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালি (অপ্রকাশযোগ্য) দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের ভিডিও শেয়ার করে বিজেতা লিখেছেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমার খালি জুতাইতে মন চায় কেন রে?</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> আরেকটি পোস্টে বিজেতা লিখেছেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাত মিনিট এতো প্রহসন না করে, এই একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগত ম্যাডাম। মারলু ক্যানে? এই প্রশ্নের উত্তর আপনাকে আজ হোক, কাল হোক দিতেই হবে। কসম, আমরা উত্তর আদায় করে ছাড়ব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিজের ইনস্টাগ্রাম আইডিতে এক পোস্টে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন আলোচিত এক পুলিশ কর্মকর্তার কন্যা। ইংরেজিতে লেখা এক পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক নারী শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে দাবি করেন। একজন নারী হয়েও প্রধানমন্ত্রী এ বিষয়ে দৃষ্টি দিচ্ছেন না জানিয়ে ক্ষোভ জানান পুলিশ কর্মকর্তার ওই কন্যা। এ ছাড়া আরো একাধিক পোস্টে তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের ছেলেও ফেসবুকে শিক্ষার্থীদের সমর্থন করে পোস্ট দেন। পরে অবশ্য তিনি পরিবারের পরামর্শে সে পোস্ট সরিয়ে নেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আসলে ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের কিছু বলার থাকে না। তারা তাদের নিজের মতে চলে। বিশেষ করে যারা শিক্ষার্থী, তাদের তো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আবেগ থাকে। সে কারণে হয়তো অনেকে অনলাইনে তাদের আবেগের কথা লিখে থাকতে পারে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p>