kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

র‌্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না : ডিজি

আইনের বাইরে আমরা কোনো কাজ করি না

নিজস্ব প্রতিবেদক   

২ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটের‌্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না : ডিজি

এম খুরশীদ হোসেন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘র‌্যাব সংস্কারের প্রশ্নই আসে না। কারণ আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। র‌্যাব পরিচালনার জন্য বিধি-বিধান আছে। সেভাবেই র‌্যাব পরিচালিত হয়।

বিজ্ঞাপন

গতকাল শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। জবাবদিহি ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। র‌্যাব সংস্কারের বিষয়ে নতুন ডিজি বলেন, ‘আমরা কোনো সংস্কারের প্রস্তাব যুক্তরাষ্ট্র থেকে পাইনি। ’ তিনি বলেন, ‘আমরা এমন কোনো কাজ করছি না যে র‌্যাব সংস্কার করতে হবে। ’

গত ৩০ সেপ্টেম্বর র‌্যাবের দায়িত্ব নেন খুরশীদ হোসেন। ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আপনার ওপর কতটুকু প্রভাব ফেলবে, চাপ কতটুকু থাকবে’—জানতে চাইলে তিনি বলেন, ‘একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরই মধ্যে আমরা সেগুলোর জবাব দিয়েছি। জবাব দেওয়ার পর তারা নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ পায়নি। ’

গুমের অভিযোগের বিষয়ে র‌্যাবের ডিজি বলেন, ‘আপনি বললেন...এতগুলো লোক উধাও হয়েছে, কিন্তু আপনাকে তো বলতে হবে, তারা কারা? আমরা তো বলেছি কে কোথায় কী অবস্থায় আছে। সুতরাং আমি মনে করি না, এটা সরকারের জন্য বা আমাদের জন্য বড় কোনো চ্যালেঞ্জ। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। ’সাতদিনের সেরা