মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ওঠার আগে টোল প্লাজায় নিজের হাতে টোল দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি : বাসস
দেশের সবচেয়ে দীর্ঘ সেতুর প্রথম টোল আদায় করা হলো এ সেতু স্থাপনে নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। গতকাল শনিবার গাড়ি নিয়ে ৭৫০ টাকা টোল দিয়ে প্রথম যাত্রী হিসেবে পদ্মা সেতুতে প্রবেশ করেন শেখ হাসিনা। এরপর তাঁর গাড়িবহরে থাকা অন্য গাড়িগুলোর টোল বাবদ ১৬ হাজার ৪০০ টাকা পরিশোধ করা হয়।
গতকাল মুন্সীগঞ্জের মাওয়ায় অনুষ্ঠিত সুধী সমাবেশের আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়ি সেতুর টোলপ্লাজার দিকে এগিয়ে যায়।
বিজ্ঞাপন
তানিয়া আফরিন সাংবাদিকদের বলেন, ‘টোলপ্লাজায় একজন নারী ইনচার্জকে দায়িত্বে দেখে প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন। তিনি আমার নাম জানতে চেয়েছেন, আমার কেমন লাগছে জানতে চেয়েছেন। আমি আমার অনুভূতি ব্যক্ত করেছি, বলেছি খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেয়ে আমার স্বপ্নও পূরণ হলো। ’
টোল পরিশোধ করে সকাল ১১টা ৪৯ মিনিটে পদ্মা সেতুর দিকে এগিয়ে যায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরায় জনসমাবেশে অংশ নেন তিনি।