দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের আদালত। গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চুমকি কারণ। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদ এই আদেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি।
বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের মাহমুদুল হক বলেছেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার শুরু থেকেই পলাতক ছিলেন চুমকি। দুদকের করা এই মামলার আসামি প্রদীপ দাশও গতকাল আদালতে হাজির ছিলেন।
দুদকের আইনজীবী বলেন, আগামী ২৯ মে আসামিপক্ষ রিয়াজ উদ্দিনকে জেরা করবে। এরপর সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হবে এবং যুক্তিতর্ক শুরু হবে। শেষে মামলা রায়ের পর্যায়ে যাবে।
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর ২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।