পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে একটি ডলফিন মারা গেছে। সাড়ে চার ফুট দীর্ঘ ইরাবতি (শুশুক) প্রজাতির ডলফিনটি সমুদ্র থেকে আহত অবস্থায় গতকাল রবিবার সৈকতের কম্পিউটার পয়েন্টে ভেসে আসার পর মারা যায়। ডলফিনটির পাখনা ও মুখে জখমের চিহ্ন রয়েছে।
জানা গেছে, সৈকতে ভেসে আসার পর ডলফিনটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্লগার্ডের সদস্যদের নজরে আসে।
বিজ্ঞাপন
নেওয়ার মধ্যেই সেটার মৃত্যু হয়। কুয়াকাটা সৈকতে জীববৈচিত্র্য নিয়ে গবেষণাকাজে নিয়োজিত সংস্থা ওয়ার্ল্ড ফিশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, তাঁরা খবর পেয়ে আসার আগেই ডলফিনটির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়েছিল ডলফিনটি। জাল থেকে ছাড়িয়ে নেওয়ার সময় এটির পাখনা কেটে গুরুতর জখম করা হয়। পরে সৈকতে আসার পর কিছুক্ষণের মধ্যেই এটির মৃত্যু হয়।
চলতি বছর এই প্রথম কুয়াকাটা সৈকতে ডলফিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর সৈকত থেকে ২৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়।