kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

সংসদ সদস্যকে ‘রাতের এমপি’ বললেন ইউপি চেয়ারম্যান

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসংসদ সদস্যকে ‘রাতের এমপি’ বললেন ইউপি চেয়ারম্যান

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে ‘রাতের ভোটের এমপি’ বললেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া। মঙ্গলবার বিকেলে নিজ এলাকায় এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটিতে গত মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সিরাজুল ইসলাম ভুইয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীর।

এক পর্যায়ে চণ্ডীপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন দুইবারের এমপি হলেও আপনারা কখনো ভোট দিতে পারেননি। ২০১৪ সালে বিনা ভোটে অটোপাস আর ২০১৮ সালে রাতের ভোটে এমপি হয়েছেন। এ অবস্থায় ২০২৩ সালে তিনি... খাবেন।’

তাঁর এই বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন, নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়া কেউ সরকারদলীয় একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এ ধরনের কথা বলা পুরো দলকে প্রশ্নবিদ্ধ করে। চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়ার শাস্তি হওয়া প্রয়োজন।

এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, ‘আমি প্রায় আড়াই লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।’

 সাতদিনের সেরা