kalerkantho

শুক্রবার । ৮ শ্রাবণ ১৪২৮। ২৩ জুলাই ২০২১। ১২ জিলহজ ১৪৪২

৪৮ দিন পর সর্বোচ্চ ৬৭ মৃত্যু

সর্বোচ্চ মৃত্যু খুলনায়, শনাক্ত ৩০৫৭ জন

নিজস্ব প্রতিবেদক   

২০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
৪৮ দিন পর সর্বোচ্চ ৬৭ মৃত্যু

টানা ৪৮ দিন পর দেশে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু ঘটেছে। এর আগে সর্বশেষ গত ২ মে মৃত্যু হয়েছিল ৬৯ জনের। এ ছাড়া দৈনিক শনাক্তের হার বেড়ে ১৮.০২ শতাংশ হয়েছে। নতুন শনাক্ত হয়েছে তিন হাজার ৫৭ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৭২৫ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত আট লাখ ৪৮ হাজার ২৭ জন। এর মধ্যে মারা গেছে ১৩ হাজার ৪৬৬ জন এবং সুস্থ হয়েছে সাত লাখ ৮০ হাজার ১৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় মৃত ৬৭ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৩৩ জন নারী। তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের তিনজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের ২২ জন এবং ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন। ২৪ জন মারা গেছেন খুলনা বিভাগে, ১৪ জন ঢাকা বিভাগে, ১১ জন চট্টগ্রামে, আটজন রাজশাহীতে, একজন সিলেটে, আটজন রংপুরে এবং একজন ময়মনসিংহ বিভাগে।সাতদিনের সেরা