kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

করোনায় মৃত্যু বেড়ে ৫৪

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় মৃত্যু বেড়ে ৫৪

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারায় গতকাল সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে তিন হাজার ৫০ জন। এর আগে গত ২৬ এপ্রিল এই সংখ্যা ছিল তিন হাজার ৩০৬। এরপর প্রতিদিনই শনাক্ত ছিল কম। আবার ৩৫ দিন পর ২৪ ঘণ্টার হিসাবে গতকাল সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু ঘটেছে।

সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে আট লাখ ২৯ হাজার ৯৭২ জন। এর মধ্যে মারা গেছে ১৩ হাজার ১৭২ এবং সুস্থ হয়েছে সাত লাখ ৬৮ হাজার ৮৩০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৫৬৪ জন। দৈনিক শনাক্তের হার বেড়ে আবার ১৪.৮০ শতাংশে উঠেছে।

সর্বশেষ এক দিনে মৃত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন; যাদের বয়স ১১-২০ বছরের একজন, ২১-৩০ বছরের একজন, ৩১-৪০ বছরের পাঁচজন, ৪১-৫০ বছরের ছয়জন, ৫১-৬০ বছরের ১৪ জন ও ষাটোর্ধ্ব ২৭ জন। মৃতদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ১৪ জন চট্টগ্রামের, ১৩ জন রাজশাহীর, সাতজন খুলনার, পাঁচজন রংপুরের এবং বরিশাল ও ময়মনসিংহে একজন করে আছে।

 

 

 সাতদিনের সেরা