kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

পদ্মা সেতু

বসল রেলপথের গার্ডার, যুক্ত হলো দুই পার

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবসল রেলপথের গার্ডার, যুক্ত হলো দুই পার

ধাপে ধাপে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। গতকাল বৃহস্পতিবার সেতুর রেলপথের গার্ডার বা স্টেনজার বসানোর কাজ শেষ হয়েছে। এর ফলে সেতুর নিচতলার রেলপথ এপার-ওপার যুক্ত হলো। এখন এ গার্ডারের ওপর দিয়ে হেঁটে এপার থেকে ওপার যাওয়া যাবে।

গতকাল এ কাজ শেষ হওয়ায় বাংলাদেশ ও চীনের শ্রমিক-প্রকৌশলীরা দুই দেশের পতাকা হাতে নিজেদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে এ মাসের মধ্যেই শেষ হবে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। আগামী সেপ্টেম্বরের মধ্যে সেতুর সড়কপথের স্ল্যাব বসানোর কাজও শেষ হওয়ার কথা রয়েছে। সেতুর ওপর দিয়ে গ্যাস লাইন স্থাপনের প্রক্রিয়াও এরই মধ্যে শুরু হয়েছে। গতকাল রাতের মধ্যে চীন থেকে গ্যাস লাইনের পাইপ এসে পৌঁছানোর কথা ছিল। সেতুর সড়কপথের স্ল্যাবের ওপর পিচ ঢালাইয়ের প্রক্রিয়াও শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল শুরু হবে। এমনটাই জানিয়েছেন দায়িত্বশীল প্রকৌশলীরা।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার ওপরে সেতুর কাজ চলবে পুরোদমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়কপথে মাওয়ার এক নম্বর পিয়ার দিয়ে উঠবে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের পদ্মা সেতুর দুই প্রান্তের ৩.১৪ কিলোমিটারের সংযোগ সেতু দুই লেন করে সড়কে যুক্ত হবে। তিন ভাগে ছয় লেন এরই মধ্যে যুক্ত হয়ে গেছে। সেতুর সার্বিক অগ্রগতি ৮৬ শতাংশ। মূল সেতুর অগ্রগতি সাড়ে ৯৩ শতাংশের বেশি।