kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

২৪ ঘণ্টায় আরো ৩৮ মৃত্যু

আগের দিনের চেয়ে শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
২৪ ঘণ্টায় আরো ৩৮ মৃত্যু

করোনাভাইরাসে দেশে আরো ৩৮ জন মারা গেছেন। গতকাল রবিবার পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ৬৭৬ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৮৯৭ জন। এর আগের ২৪ ঘণ্টার হিসাবে ভাইরাস শনাক্ত হয়েছিল এক হাজার ৪৪৭ জনের দেহে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তথ্য অনুসারে, দেশে এ পর্যন্ত মোট শনাক্ত আট লাখ ১০ হাজার ৯৯০ জন। এর মধ্যে মোট মারা গেছে ১২ হাজার ৮৩৯ জন এবং সুস্থ হয়েছে সাত লাখ ৫১ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টার হিসাবে এ শনাক্তের হার ১০.৭৩ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৩.৪১ শতাংশ। সুস্থতার হার ৯২.৬৪ শতাংশ এবং মৃত্যুহার ১.৫৮ শতাংশ।

আরো জানা গেছে, মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১৩ জন। যাঁদের বয়স ২১-৩০ বছরের একজন, ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের দুজন, ৫১-৬০ বছরের ৯ জন ও ষাটোর্ধ্ব ২৩ জন।

যাঁরা ঢাকা ও রাজশাহী বিভাগের চারজন করে, চট্টগ্রাম বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন, সিলেট ও ময়মনসিংহ বিভাগের তিনজন করে এবং রংপুর বিভাগের পাঁচজন রয়েছেন।

 সাতদিনের সেরা