kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

৬৯ জনের মৃত্যু, শনাক্ত ৬০২৮

বাসায় ও পথে মৃত্যু বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
৬৯ জনের মৃত্যু, শনাক্ত ৬০২৮

করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ৬৯ জনের মৃত্যু ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ছয় হাজার ২৮ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৮৫৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছে পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন এবং মারা গেছে ৯ হাজার ৮৯১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮.২৯ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৩.৭৬ শতাংশ। সুস্থতার হার ৮৩.৯৫ শতাংশ ও মৃত্যুহার ১.৪২ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৬৯ জনের মধ্যে ৪৩ জন পুরুষ ও ২৬ জন নারী; যাঁদের মধ্যে ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের সাতজন, ৫১-৬০ বছরের ২০ জন ও ষাটোর্ধ্ব ৩৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ৪১ জন, চট্টগ্রামের ১৩ জন, রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের তিনজন করে, সিলেটের দুজন এবং ময়মনসিংহের একজন। তাঁদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৬৩ জন, বাসায় পাঁচজন ও মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।  এই তথ্য অনুসারে গত সোমবারও বাসায় পাঁচজন এবং হাসপাতালে আনার পথে চারজন মারা যান।

 

 সাতদিনের সেরা