kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

ইসি মাহবুব বললেন

নির্বাচন ও সহিংসতা এক সঙ্গে চলতে পারে না

নিজস্ব প্রতিবেদক   

১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনির্বাচন ও সহিংসতা এক সঙ্গে চলতে পারে না

নির্বাচন ও সহিংসতা একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। দ্বিতীয় ধাপে গতকাল শনিবার অনুষ্ঠিত ৬০ পৌরসভার নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গতকাল বিকেলে ইসি মাহবুব তালুকদার বলেন, ‘আজ শনিবার আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করি। দুপুর ১টা পর্যন্ত ওই সব ভোটকেন্দ্রে সাত হাজার ৩১১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৩২ জন ভোট প্রদান করেন। তিনটি বুথে আমি তিনজন বিরোধীদলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই। অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এ ছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এ অবস্থায় এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না।’

ইসি মাহবুব সাংবাদিকদের বলেন, ‘যেকোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না। পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না। নির্বাচনপ্রক্রিয়ার পরিবর্তন না হলে এ সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সবার ঐকমত্য আবশ্যক। যেকোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান।’

নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার নির্বাচনে সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। গতকাল ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। গণমাধ্যমে প্রচুর ভোটার উপস্থিতির তথ্য প্রচার হয়েছে। ভোটাররা ভোট দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন করা সম্ভব হয়েছে। এ পর্যন্ত আমরা যে তথ্য  পেয়েছি, তাতে ইভিএমে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ ভোট পড়েছে। ব্যালটে যে তথ্য পেয়েছি, তাতে সর্বোচ্চ ৭৫ শতাংশ এবং সর্বনিম্ন ১৫ শতাংশ ভোট পড়েছে। চূড়ান্ত হিসাবে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়ে থাকতে পারে।’

নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি—ইসি মাহবুব তালুকদারের এমন মন্তব্য প্রসঙ্গে সচিব বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন আর নিরপেক্ষ নির্বাচন ভিন্ন বিষয়।

মন্তব্যসাতদিনের সেরা