kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

তিন মাস পর দৈনিক শনাক্ত আড়াই হাজার ছাড়িয়ে

আরো ৩৫ মৃত্যু, শনাক্ত, ২৫২৫, সুস্থ ২৫৩৯

নিজস্ব প্রতিবেদক   

১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতিন মাস পর দৈনিক শনাক্ত আড়াই হাজার ছাড়িয়ে

প্রায় তিন মাস পর দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে দৈনিক শনাক্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টার হিসাবে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এই সময়কালে নতুন শনাক্ত হয়েছে দুই হাজার ৫২৫ জন, মারা গেছে ৩৫ জন। আর সুস্থ হয়েছে দুই হাজার ৫৩৯ জন। সব মিলে দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে চার লাখ ৬৪ হাজার ৯৩২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৮০ হাজার ৭১১ জন এবং মারা গেছে ছয় হাজার ৬৪৪ জন।

২৪ ঘণ্টার হিসাবে শনাক্ত হার ১৬.৪৩ ও মোট শনাক্ত ১৬.৭৭ শতাংশ। সুস্থতার হার ৮১.৮৯ ও মৃত্যুহার ১.৪৩ শতাংশ। এই সময়ে মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ, বাকি ১১ জন নারী। এর মধ্যে ১০ বছরের কম বয়সী এক, ১১-২০ বছরের এক, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট ও ষাটোর্ধ্ব ২০ জন। এর মধ্যে ঢাকা বিভাগেরই ২৫ জন। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একজন করে, রাজশাহীতে চারজন ও খুলনায় দুজন।

 

মন্তব্যসাতদিনের সেরা