প্রস্তুতি নিয়েই রেখেছিলেন লিওনেল মেসি। বার্সার জার্সির নিচে পরে এসেছিলেন নিউয়েলস ওল্ড বয়েজের ১৯৯৩ সালের জার্সি। সে বছর মেসির শৈশবের ক্লাবটির হয়ে খেলেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তাই গোলেই এই কিংবদন্তিকে স্মরণ করতে চেয়েছিলেন তিনি। মুহূর্তটা এলো ৭৩তম মিনিটে। ওসাসুনার বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে করলেন অসাধারণ গোল। সামনে ইয়ামাহা এবং পেছনে ১০ নম্বর লেখা জার্সিটা দেখিয়ে দুই হাত শূন্যে উঁচিয়ে গোলটা উৎসর্গ করলেন ম্যারাডোনাকে। ছবি : টুইটার
মন্তব্য