kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

৭৭ দিন পর সর্বোচ্চ শনাক্ত মৃত্যু আরো ৩০

শনাক্ত ২৩৬৪, সুস্থ ১৯৩৪ জন

নিজস্ব প্রতিবেদক   

২০ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে৭৭ দিন পর সর্বোচ্চ শনাক্ত মৃত্যু আরো ৩০

গত ২ সেপ্টেম্বর দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ছিল দুই হাজার ৫৮২। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার আগ পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয় দুই হাজার ৩৬৪ জন। মাঝের ৭৭ দিনে প্রতিদিনই শনাক্ত ছিল এর চেয়ে কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র মিলেছে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ৩০ জন ও সুস্থ হয়েছে এক হাজার ৯৩৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৪১ হাজার ১৫৯ জন। এর মধ্যে মারা গেছে ছয় হাজার ৩০৫ জন ও সুস্থ হয়েছে তিন লাখ ৫৬ হাজার ৭২২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৪৮ ও মোট শনাক্তের হার ১৬.৯২ শতাংশ। সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ ও মৃত্যুহার ১.৪৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী পাঁচজন। যারা ৪১-৫০ বছরের দুজন, ৫১-৬০ বছরের সাতজন ও ষাটোর্ধ্ব ২১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন; রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের একজন করে ও বরিশালের দুজন রয়েছে।

মন্তব্য