kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

বিজিবির সঙ্গে‘বন্দুকযুদ্ধে’ নিহত ইয়াবা কারবারি

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

২২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিজিবির সঙ্গে‘বন্দুকযুদ্ধে’ নিহত ইয়াবা কারবারি

কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আদহাম (৩০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

গত ৩১ জুলাইয়ের পর জেলায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা এটিই প্রথম।

বিজিবির দাবি, আদহাম একজন ইয়াবা কারবারি। তিনি তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাশেমের ছেলে। ঘটনাস্থল থেকে একটি দেশি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, নাইক্ষ্যংছড়ির তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসছে, এ খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেন। ১০-১২ জনের একটি দলকে দেখে তাঁরা চ্যালেঞ্জ জানান। তখন ইয়াবা কারবারিরা এলোপাতাড়ি গুলি চালায়। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। ইয়াবা কারবারিরা মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে  গুলিবিদ্ধ আদহামকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা জানিয়ে আলী হায়দার বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা