kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

আরো ‘মালেকের’ খোঁজে দুদক

স্বাস্থ্যের ১২ জনসহ ২০ জনের সম্পদের হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক   

২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
আরো ‘মালেকের’ খোঁজে দুদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য খাতের ১২ কর্মকর্তা-কর্মচারীসহ ২০ জনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে এক নোটিশে এই নির্দেশ দেওয়া হয়েছে।

যাঁদের সম্পদ বিবরণী দিতে বলা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন মজিবুল হক মুন্সি, হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর ও তাঁর স্ত্রী রিফাত আক্তার; তোফায়েল আহমেদ ভূঁইয়া, ডাটা এন্ট্রি অপারেটর, স্বাস্থ্য অধিদপ্তর ও তাঁর স্ত্রী খাদিজা আক্তার; আব্দুল মালেক, গাড়িচালক, স্বাস্থ্য অধিদপ্তর ও তাঁর স্ত্রী নার্গিস বেগম; ওবাইদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও তাঁর স্ত্রী বিলকিচ রহমান; রেহেনা আক্তার, স্টাফ নার্স, ফরিদপুর মেডিক্যাল কলেজ ও স্বামী ওবাইদুর রহমান; ইমদাদুল হক, হিসাবরক্ষক, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্ত্রী উম্মে রুমান ফেন্সী; মাহমুদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব), জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউট ও স্ত্রী সাবিনা ইয়াছমিন; নাজিম উদ্দিন, স্টোর অফিসার, শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর ও স্ত্রী ফিরোজা বেগম; কামরুল হাসান, অফিস সহকারী, হাসপাতাল ও ক্লিনিকসমূহ, স্বাস্থ্য অধিদপ্তর ও স্ত্রী ডা. উম্মে হাবিবা; সাইফুল ইসলাম, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ, গোপালগঞ্জ; মীর রায়হান আলী, সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা, পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়, বরিশাল এবং আনোয়ার হোসেন, হিসাবরক্ষক, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল।

গত ১৫ সেপ্টেম্বর দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এসব নোটিশে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশন আইনে অর্পিত ক্ষমতাবলে তাঁদের নিজের এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশপ্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করার নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

মন্তব্যসাতদিনের সেরা