kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

দেশে করোনা ভ্যাকসিন

একসঙ্গে দুই ধাপের পরীক্ষা করবে গ্লোব

নিজস্ব প্রতিবেদক   

১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকসঙ্গে দুই ধাপের পরীক্ষা করবে গ্লোব

দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন উদ্ভাবন প্রক্রিয়ায় প্রাণিদেহে এর প্রয়োগের ভালো ফল পাওয়া গেছে। এখন আনুষ্ঠানিকভাবে তা ঘোষণার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের যেকোনো দিন তা ঘোষণা করা হতে পারে। গ্লোব বায়োটেকের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. কাকন নাগ কালের কণ্ঠকে এই তথ্য জানিয়েছেন।

ড. কাকন বলেন, ‘আমরা পরিকল্পনা করছি, মানবদেহে ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপের কাজ একসঙ্গে শেষ করব। ইতিমধ্যে একাধিক ভ্যাকসিনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে। ফলে আমরা আশা করি, দুই ধাপের ট্রায়াল একসঙ্গে করতে পারলে অনেকটা সময় সাশ্রয় হবে। আর এই পরিকল্পনা অনুসারে আমরা প্রটোকল আপডেট করে বিএমআরসিতে জমা দেব।’

একই কম্পানির আরেক বিশেষজ্ঞ ড. আসিফ মাহমুদ বলেন, ‘প্রাণীর ওপর আমাদের ট্রায়ালের ফল ভালোই এসেছে।’

আবুধাবিতে অনুমোদন : আবুধাবিতে চীনের ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে সে দেশের সরকার। সাধারণ

 নাগরিকরাও পাচ্ছে। সেখানে অবস্থানকারী বাংলাদেশিদের অনেকে পেয়েছে। গত রাতে একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে সেখানকার এক বাংলাদেশি জানিয়েছেন, তিনি নিজে ভ্যাকসিন নিয়েছেন।

 

 

মন্তব্যসাতদিনের সেরা