kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

বিশেষজ্ঞ মত

দ্বিতীয়বার সংক্রমণের নজির নেই

ড. এ এস এম আলমগীর

১১ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদ্বিতীয়বার সংক্রমণের নজির নেই

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়া নিয়ে অনেকের মধ্যেই টেনশন কাজ করছে। অর্থাৎ কেউ একজন করোনা টেস্টে পজিটিভ রেজাল্ট পেলেন, তাঁর হয়তো উপসর্গ ছিল বা ছিল না। ১৪ দিন পার করে তিনি সুস্থ হলেন, টেস্ট করে নেগেটিভ রেজাল্টও পেলেন। কিন্তু কোনো কারণে তিনি আবার টেস্ট করাতে গিয়ে রেজাল্ট পজিটিভ পেলেন। ফলে তিনি নিজেকে দ্বিতীয়বার আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। তবে এখন পর্যন্ত করোনা নিয়ে বিশ্বব্যাপী যতটা গবেষণা হয়েছে, তাতে দ্বিতীয়বারে কারো শরীরে করোনা ফিরে আসার নজির নেই।

এ ক্ষেত্রে যেটা হচ্ছে, তা হলো আক্রান্ত যে কেউ ১৪ দিন পার করার পরও আরটি-পিসিআর টেস্টে রেজাল্ট পজিটিভ পেতেই পারেন। এমনকি এক দফা নেগেটিভ হলেও পরে আবার পজিটিভ আসতে পারে। এর কারণ হচ্ছে ভাইরাসটির অংশবিশেষ ওই রোগীর জিহ্বা বা নাকের ভেতরে থেকে যেতে পারে, যা আমরা মৃত ভাইরাস বা নিষ্ক্রিয় ভাইরাস বলে থাকি। ওই ভাইরাস আরটি-পিসিআর টেস্টে ধরা পড়লেও আক্রান্ত ব্যক্তির ক্ষতি করার মতো সক্ষমতা থাকে না, এমনকি অন্য কারো মধ্যে ছড়ানোরও শক্তি থাকে না এটির। তবে এ ক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে ১৪ দিন পরও কারো আগের মতোই উপসর্গ আছে কি না। যদি একই ধরনের উপসর্গ থাকে, তবে চিকিৎসার আওতায় বা আইসোলেশনে থাকতে হবে। সে ক্ষেত্রে ধরে নিতে হবে, আগের নেগেটিভ রেজাল্ট হয়তো ভুল ছিল বা সঠিকভাবে নমুনা সংগ্রহ করা হয়নি। ফলে এ ধরনের ক্ষেত্রে দ্বিতীয়বার সংক্রমিত হওয়া বলে বিবেচনা করা যাবে না।

লেখক : ভাইরাস বিশেষজ্ঞ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আইইডিসিআর

 

মন্তব্যসাতদিনের সেরা