kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক   

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের গভীর শোক

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, নুরুল ইসলাম বাবুল একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশে বহুমুখী শিল্প ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে গেছেন। এসব কর্মজীবী ও মেহনতি মানুষের মধ্যেই তিনি চিরদিন বেঁচে থাকবেন।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শোকবার্তায় নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল গতকাল বিকেল ৩টা ৪০ মিনিটে মারা যান।

 

মন্তব্যসাতদিনের সেরা