kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

দেশে মৃত্যু দুই হাজার ছাড়াল

২৪ ঘণ্টায় মৃত্যু ৫৫ জনের, ৬৫.৪৫ শতাংশ ঢাকার বাইরে

নিজস্ব প্রতিবেদক   

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটে
দেশে মৃত্যু দুই হাজার ছাড়াল

করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ রোগে দেশে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৫ জন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে মোট দুই হাজার ৫২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬৫.৪৫ শতাংশই ঢাকার বাইরের বাকি ৪৪.৫৫ শতাংশ ঢাকা বিভাগের। যদিও দেশে শনাক্তের তুলনায় মৃত্যুহারে কোনো হেরফের ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে গতকাল রবিবার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার দেওয়া তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

গত ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর দেওয়া হয়। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের জমা থাকা নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। সব মিলিয়ে মোট পরীক্ষা হয়েছে আট লাখ ৪৬ হাজার ৬২টি নমুনা।

বুলেটিনের তথ্য অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্তের সংখ্যা দুই হাজার ৭৩৮। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী এক লাখ ৬২ হাজার ৪১৭ জন। এক দিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৫৭ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৯০৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ৭২ হাজার ৬২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪.৭২ শতাংশ। অন্যদিকে একই সময়ে মৃত্যু হয়েছে ৫৫ জনের। মোট মারা গেছে দুই হাজার ৫২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১.২৬ শতাংশ।

বুলেটিনের তথ্য অনুসারে, মৃতদের ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মোট মৃতদের মধ্যে পুরুষ এক হাজার ৬২৪ জন ও নারী ৪২৮ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ০-১০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ বছরের মধ্যে ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন ও ৭১-৮০ বছরের মধ্যে ১২ জন। এলাকা হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ১৩ জন, বরিশালে পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় ছয়জন, সিলেটে দুজন, রংপুরে আটজন ও ময়মনসিংহ বিভাগে একজন। হাসপাতালে মারা গেছে ৪১ জন এবং বাসায় মৃত্যু হয়েছে ১৪ জনের।

বুলেটিনে জানানো হয়েছে, এখন আইসোলেশনে আছে ১৬ হাজার ৭১৫ জন এবং কোয়ারেন্টিনে আছে ৬৪ হাজার ৫০২ জন।

মন্তব্যসাতদিনের সেরা