kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা

সর্বোচ্চ ২২০০ টাকা

নিজস্ব প্রতিবেদক   

৫ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১৪৪১ হিজরি সনের সাদাকাতুল ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

ইসলামী শরিয়াহ মতে আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনিরের মধ্যে যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ অথবা এর বাজারমূল্য ফিতরা হিসেবে দেওয়া যায়। আটার ক্ষেত্রে এক কেজি ৬৫০ গ্রাম এবং যব, গম, কিশমিশ, খেজুর বা পনিরের ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রামের মাধ্যমে ফিতরা আদায় করতে হয়। এসব পণ্যের নির্ধারিত ওজনের বাজারমূল্য হিসাব করে ফিতরা নির্ধারণ করা হয়েছে। ওই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজারমূল্যে তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হয়ে যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, শোলাকিয়া ঈদগাহর প্রধান ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, জাতীয় মুফতি বোর্ডের সদস্যসচিব মো. নূরুল আমীন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা