kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

তাপমাত্রা প্রভাব ফেলে কি না পরিষ্কার নয়

ডা. নজরুল ইসলাম

৪ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতাপমাত্রা প্রভাব ফেলে কি না পরিষ্কার নয়

তাপমাত্রা ও আবহাওয়া নভেল করোনাভাইরাসের ওপর প্রভাব ফেলে কি না, এটা এখনো পরিষ্কার হওয়ার মতো সময় আসেনি। কারণ বিভিন্ন দেশে করোনাভাইরাসের গতি-প্রকৃতি কিন্তু বিভিন্ন রকম। যেসব দেশে আমাদের চেয়ে বেশি তাপমাত্রা আছে সেখানেও কিন্তু আমরা দেখছি এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। আবার আমাদের দেশের মতো অনেক দেশে এটা ছড়াচ্ছে না। তবে এটা ঠিক যে এই ভাইরাস আকাশে-বাতাসে ছড়ায়নি। এটা মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। তাই আমাদের আপাতত অন্য কোনো ভাবনায় না থেকে বরং কিভাবে মানুষের মাধ্যমে মানুষে ছড়ানো ঠেকানো যায়, সেদিকেই বেশি নজর দিতে হবে। বিশেষ করে মানুষ যতটা সম্ভব একজনের কাছ থেকে আরেকজন দূরে থাকবে, সেটা যত বেশি নিশ্চিত করা যাবে, ততই ভালো। এ জন্য আমরা সবাই বলছি, সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। আর সেটার জন্য বড় উপায় হচ্ছে ঘরে থাকা। বিশেষ করে ১৪ দিন করে ঘরে থাকতে পারলে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সহজ হবে বলেই মনে করা হচ্ছে।

লেখক : ভাইরোলজির অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

মন্তব্যসাতদিনের সেরা