kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

বিশেষজ্ঞ মত

ঘরে থাকুন নিজের জন্য অন্যদের জন্য

ডা. কনক কান্তি বড়ুয়া

৩ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঘরে থাকুন নিজের জন্য অন্যদের জন্য

বিশ্বব্যাপী করোনাভাইরাসের যে পরিস্থিতি চলছে তাতে এখন আর কাউকে নতুন করে বলার কিছু নেই যে আমাদের সবাইকে অবশ্যই যার যার ঘরে থাকতে হবে। নিজের স্বার্থে, পরিবারের সদস্যদের স্বার্থে, আপনজনদের স্বার্থে—সর্বোপরি দেশের স্বার্থে। এই ভাইরাস কোনোভাবে একজনের মধ্যে সংক্রমিত হলে তা সহজেই একটু অসতর্কতার কারণে অন্য অনেক মানুষকে সংক্রমিত করতে পারে। এ ক্ষেত্রে সরকারের নির্দেশনা মেনে মাত্র কয়েকটা দিন ঘরে থাকা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

এমন অবস্থা থেকে দ্রুত মুক্তির জন্যই সবার ঘরে থাকা উচিত। বিশেষ করে কারো মধ্যে কোনো ধরনের হাঁচি, কাশি ও সর্দি-জ্বরের উপসর্গ দেখা দিলে তিনি পরিবারের অন্যদের থেকেও অবশ্যই দূরে থাকবেন এবং সরকারের হটলাইনে যোগাযোগের মাধ্যমে পরীক্ষার উদ্যোগ নেবেন। কোনো উপসর্গ না থাকলেও তিনি ঘর থেকে অতি জরুরি কোনো প্রয়োজন ছাড়া বের হবেন না। কারণ আপনি যদি বাইরে যান, অন্য কারো মাধ্যমে করোনাভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারে। এর মাধ্যমে আপনার পরিবারের অন্যদের কেউ আক্রান্ত হতে পারে। যেহেতু আমরা এখনো জানি না কার মধ্যে একটি আছে বা কার মধ্যে নেই। বিশ্বব্যাপী এখন এমন পরিস্থিতি চলছে। আর যদি কখনো জানা যায় যে কেউ বিদেশ থেকে এসেছে তার সংস্পর্শে না যাওয়া সবচেয়ে ভালো। এ ছাড়া ঘরে থেকেও বারবার হাত ধুয়ে রাখা, নাক, মুখ, চোখ অপরিষ্কার হাতে স্পর্শ না করা, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার বিষয়গুলোতে অধিকতর গুরুত্ব দিতে হবে।

লেখক : অধ্যাপক ও উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

মন্তব্যসাতদিনের সেরা