kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

ওবায়দুল কাদের বললেন

করোনা মোকাবেলায় প্রয়োজনে শাটডাউন

নিজস্ব প্রতিবেদক   

১৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা মোকাবেলায় প্রয়োজনে শাটডাউন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আর ভয়ংকর করোনার চেয়েও বড় শক্তি দেশের মানুষের সম্মিলিত শক্তি। করোনার প্রাদুর্ভাব প্রতিরোধযোগ্য, তাই আমরা এটি পরাজিত করতে পারব।’

গতকাল বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের শত্রু করোনা ভয়ংকর। আমরা জাতি হিসেবে গতকালও প্রমাণ করেছি, ভয়ংকর করোনার যে শক্তি তার চেয়েও বড় শক্তি আমাদের সম্মিলিত শক্তি। এ যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী। তার চেয়েও বেশি শক্তিশালী সম্মিলিত চেষ্টা। আমরা এটিকে পরাজিত করতে পারব বলে আশা করছি।’  তিনি বলেন, ‘করোনার কারণে সৃষ্ট অবস্থা সামনের দিনে আর যাতে বাড়তে না পারে সে ব্যাপার সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করব।’

সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মোকাবেলায় প্রয়োজন হলে শাটডাউন করা হবে। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে শাটডাউন করা হতে পারে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে।’

পরিস্থিতির কারণে আন্ত জেলা পরিবহন বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘যাত্রী কমে যাওয়ায় এমনিতেই পরিবহন মালিক ও শ্রমিকরা হতাশ। এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। এর পরও যদি প্রয়োজন হয়, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

গণজমায়েত এড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘জনসমাগম এড়াতে বঙ্গবন্ধুর জন্ম উৎসবের অনুষ্ঠান সীমিত করেছি’।

মন্তব্যসাতদিনের সেরা