kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

জাতীয় পার্টির সংসদীয় দলের সভা

সরকারে থাকার পক্ষেই মত, শপথ নেননি এরশাদ

নিজস্ব প্রতিবেদক   

৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেসরকারে থাকার পক্ষেই মত, শপথ নেননি এরশাদ

সরকারেই থাকতে চান জাতীয় পার্টির সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে অনুষ্ঠিত জাপার সংসদীয় দলের প্রথম সভায় এ অভিমত ব্যক্ত করেন দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা। গতকাল জাপা সদস্যদের শপথ গ্রহণের পরই তাঁরা বৈঠকে বসেন। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ছাড়া দলের নবনির্বাচিত ২১ জন সংসদ সদস্যই উপস্থিত ছিলেন। তবে সংসদীয় দলের নেতা কে হবেন কিংবা সরকারে থাকা না থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা। 

বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি সরকারে থাকার বিষয়ে কোনো সদস্য দ্বিমত পোষণ করেননি। তাঁরা দশম সংসদের মতো একই সঙ্গে সরকারে থেকে মন্ত্রিত্ব গ্রহণের পাশাপাশি বিরোধী দলের ভূমিকা পালনের কথা জোর দিয়ে উল্লেখ করেছেন।

বৈঠকের একটি সূত্র জানায়, ঢাকা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বৈঠকে আলোচনার সূত্রপাত করে বলেন, ‘জাতীয় পার্টির সরকারে থাকা উচিত। না হলে আমাদের নির্বাচনী ওয়াদা ঠিক থাকবে না।’

জাতীয় পার্টি সরকারে থাকার বিষয়ে কারো দ্বিমত আছে কি না, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ বিষয়ে জানতে চাইলে সবাই একযোগে বলেন, ‘না দ্বিমত নেই।’ এ সময়ে নীলফামারী থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলেন, ‘জাতীয় পার্টির উচিত হবে দশম সংসদের মতো ভূমিকা নেওয়া। তাতে আমাদের দুটিই থাকবে। সরকারেও থাকা হবে, বিরোধী দলের অবস্থানও হবে।’

সংসদীয় দলের সভা শেষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্যরা মহাজোটে থাকার কথাই বলেছেন।’

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকে বলেন, ‘আমরা মহাজোটে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। সংসদ সদস্যরাও তাই বলেছেন।’ বিরোধী দলে বসবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জনগণই কোনো শক্তিশালী বিরোধী দল চায়নি।’

শপথ নেননি এরশাদ

শপথ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদসহ নবনির্বাচিত ২১ জন সংসদ সদস্য গতকাল শপথ গ্রহণ করলেও শপথ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান।

গতকাল দুপুর ১২টায় জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে সংসদ কক্ষে প্রবেশের সময় শোনা যায়, পার্টির চেয়ারম্যান এরশাদ বিকেল ৩টায় শপথ নেবেন। তবে বিকেলেও তিনি শপথ নিতে যাননি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের কালের কণ্ঠকে বলেন, ‘পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ। এ কারণে গতকাল তিনি শপথ গ্রহণ করতে যাননি। তবে তিনি তিন-চার দিনের মধ্যে শপথ নেবেন। না হলে শপথ গ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো দিন তিনি শপথ গ্রহণ করবেন।’

 

মন্তব্যসাতদিনের সেরা