kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

লেনিন গনি আর নেই

   

২৫ মে, ২০১৩ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলেনিন গনি আর নেই

ক্রীড়া প্রতিবেদক : মাত্র ৪৫ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক লেনিন গনি। বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সুদীর্ঘ কর্মজীবনে সদা হাস্যোজ্জ্বল লেনিন গনির অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ক্রীড়া সাংবাদিক মহলে। দীর্ঘদিন ধরে পালমোনারি হাইপার টেনশন রোগকে সঙ্গী করেই নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন লেনিন গনি। ইংরেজি দৈনিক ডেইলি মর্নিং সানে সাংবাদিকতা জীবন শুরুর পর ডেইলি স্টার, ডেইলি নিউ এজ, ডেইলি সান এবং বিডিনিউজটুয়েন্টিফোরডটকমে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এ সময় শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে লন্ডনে স্থায়ী নিবাস গড়েন লেনিন। সেখান থেকে তাঁর অগ্রজ জানান, বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় নর্থ হাইড পার্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় লেনিনকে। শেষ নিঃশ্বাসও তিনি ত্যাগ করেন ওই হাসপাতালে। স্ত্রী ও এক কন্যাসন্তানের বাবা লেনিন জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালের ৯ ডিসেম্বর। ২০০১ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত লেনিন গনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি।

মন্তব্যসাতদিনের সেরা