kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

সিপিবি সভাপতি

৯৫ ভাগ ঢাকাকে অসুন্দর রেখে উন্নয়ন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক   

২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, শতকরা ৯৫ ভাগ ঢাকাবাসীকে অসুন্দর রেখে ঢাকার উন্নয়ন সম্ভব নয়। তাই অসুন্দরকে দূর করতে সিটি করপোরেশন নির্বাচনে কাস্তে প্রতীকে ভোট দিতে হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরের ওয়াসা গলিতে এক পথসভায় দেওয়া বক্তব্যে সেলিম এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সিপিবি মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেলকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ঢাকাকে সুন্দর, পরিচ্ছন্ন করতে হলে ঢাকার গরিব, মধ্যবিত্ত, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন পরিকল্পনা করতে হবে। বড়লোকের ঢাকা নয়, সবার জন্য বাসযোগ্য সমতাভিত্তিক ঢাকা গড়ে তুলতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা