kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

ইভিএমে ভোটদান প্রদর্শনীতে সিইসি

এত পরিশ্রম, এত মেধা খাটাই ভোট নিশ্চিত করতে

নিজস্ব প্রতিবেদক   

২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএত পরিশ্রম, এত মেধা খাটাই ভোট নিশ্চিত করতে

ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে গতকাল রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী করে নির্বাচন কমিশন। ছবি : কালের কণ্ঠ

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য? ভোটারের ভোট দিতে পারা নিশ্চিত করার জন্য।’ গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী কলেজে ইভিএমে ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার আবদুল বাতেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি বলেন, সব কেন্দ্রে ডেমোনেসট্রেশন (প্রদর্শন) হচ্ছে, যাতে জনগণ যারা জানতে চায়, বুঝতে চায়, তারা যাতে বুঝতে পারে ভালোই তো হচ্ছে। আগে জাল ভোটের সুযোগ ছিল, তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল, কিন্তু ইভিএমে সেটা থাকছে না। অনেকেরই ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না, এর কারণ কী—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এর দুটি কারণ হতে পারে, একটা হচ্ছে তিনি এই কেন্দ্রের ভোটার না অথবা পাশের বুথের ভোটার।’ এতে সময় নষ্ট হচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘সবার হবে না এটা। হয়তো দু-একজনের হতে পারে। কারো হাতের রেখা বিলীন হয়ে গেছে বা ডিসপ্লেস্ড হয়ে গেছে, এ রকম হতে পারে দু-একজনের।’ বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, বিষয়টি সামনে আনলে সিইসি বলেন, ‘মারামারি বলতে বিভিন্ন জায়গায় না। মারামারি হওয়া খারাপ।’

মন্তব্যসাতদিনের সেরা