kalerkantho

শনিবার । ৯ ফাল্গুন ১৪২৬ । ২২ ফেব্রুয়ারি ২০২০। ২৭ জমাদিউস সানি ১৪৪১

ওবায়দুল কাদের বললেন

বিএনপি ও মাহবুব তালুকদার একই সুরে কথা বলছেন

নিজস্ব প্রতিবেদক   

২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইদানীং বিএনপি যে সুরে কথা বলছে, একই সুরে মাহবুব তালুকদার কথা বলছেন। মনে হয় তিনি একটি পক্ষ নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন।

গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে গত রবিবার নির্বাচন কমিশনে মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, কমিশনে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তিনি উপেক্ষিত হচ্ছেন। ইসির ভেতরেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

এ প্রসঙ্গে গতকাল ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশন কমিশনের অভ্যন্তরীণ বিষয়। সেখানে একজন কমিশনার ভিন্নমত পোষণ করতেই পারেন। কিন্তু তিনি কথায় কথায় যেভাবে তাঁদের ঘরের বিষয়, ইন্টারনাল প্রসিডিং বাইরে নিয়ে আসছেন, তা অবশ্যই সমর্থনযোগ্য নয়।’

মাহবুব তালুকদারের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘পৃথিবীর কোনো দেশে, গণতান্ত্রিক দেশে, আধাগণতান্ত্রিক দেশেও এমন কথা কেউ শোনেনি যে নির্বাচন কমিশনের অভ্যন্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নির্বাচন কমিশনের আবার লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়টা কী? আজগুবি-উদ্ভট কথা। এ ধরনের কথা তিনি কিভাবে বলছেন, আমি জানি না।’

সম্প্রতি নির্বাচনী প্রচারে একাধিক স্থানে সংঘর্ষের পর ঢাকা সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষমতাসীনরা সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় না নির্বাচন হওয়ার পথে এ রকম বিক্ষিপ্ত সংঘর্ষ অন্তরায় হয়ে দাঁড়াবে। বড় ধরনের কোনো সংঘাত-সংঘর্ষ হয়নি।’

তিনি আরো বলেন, ‘বিএনপি কিছু কিছু অভিযোগ আনছে, যা একেবারেই অন্ধকারে ঢিল ছোড়ার মতো। তথ্য-প্রমাণ ছাড়া কথা বলছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মবার্ষিকীতে শুভ কামনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি শতায়ু হোন, আরো বাঁচুন।’

মন্তব্যসাতদিনের সেরা