kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন

একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম!

নিজস্ব প্রতিবেদক   

২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৪২ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আইয়ূব আনসার মিন্টুকে সমর্থন করায় একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল  সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী আসাদুল ইসলাম।

লিখিত বক্তব্যে আসাদুল ইসলাম জানান, ডিএনসিসির নবগঠিত ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাঁরা। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আইয়ূব আনসার মিন্টু ঘুড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আর এ নির্বাচনে মিন্টুকে সমর্থন দিয়ে প্রচারণা চালাচ্ছে তাঁর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম। এর পর থেকেই জাহাঙ্গীর আলম তাঁর সমর্থকদের দিয়ে নানাভাবে তাঁর পরিবারকে হুমকি দিয়ে আসছেন। গত বুধবার রাত ১১টার দিকে জাহাঙ্গীর আলমের সমর্থক সহিবুর রহমান, ফয়সাল, বাদশা, কামাল, তাজ মোহাম্মদ ও নাদিমসহ একদল দুর্বৃত্ত পিস্তল, হকিস্টিক, রড, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে আসাদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের চাপাতি ও হকিস্টিকের আঘাতে আসাদুলের দাদি ফাতেমা বেগম, চাচা মাসুদুর রহমান, আজিজুল হক, ফুফু রুবিনা বেগম, ভাই রিপনসহ ছয়জন আহত হন। পরে এ ঘটনায় বাড্ডা থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তাঁরা এখন পর্যন্ত এর কোনো প্রতিকার পাননি।

মন্তব্য