kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত
জানতে চান হাইকোর্ট

ইভিএমসংক্রান্ত অধ্যাদেশ সংসদে পাস হয়েছে কি না

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ বিষয়ে ২০১৮ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে কি না অর্থাৎ জাতীয় সংসদে পাস করা হয়েছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ তথ্য জানতে চেয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আগামী রবিবার তা জানাতে বলা হয়েছে। ইভিএম ব্যবস্থা বাতিল চেয়ে করা এক রিট আবেদনের ওপর শুনানির জন্য রবিবার দিন ধার্য করা হয়েছে। ইভিএম ব্যবস্থাসংবলিত ২০১৮ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল চেয়ে দাখিল করা রিট আবেদনের ওপর শুনানিকালে ওই দিন ধার্য করেন আদালত। রিট আবেদনের ওপর শুনানি করেন ড. মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ গত ৮ জানুয়ারি ওই রিট আবেদন দাখিল করেছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা