kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

উচ্চ শব্দের প্রচারে আতিকের অল্প কথায় গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেউচ্চ শব্দের প্রচারে আতিকের অল্প কথায় গণসংযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম গতকাল রাজধানীর বেরাইদ এলাকায় গণসংযোগ করেন। ছবি : কালের কণ্ঠ

পোস্টার-ব্যানারে মোড়া ট্রাক, বাজছে উচ্চ শব্দে গান। গানের তালে ট্রাক চলছে ধীরে। প্রচারের এই ট্রাকের সঙ্গে চলছে অর্ধডজন মাইক্রোবাস। হ্যান্ড মাইক নিয়ে কালো রঙের গাড়ির ওপর দাঁড়িয়ে নৌকার পক্ষে ভোট চাইছেন কয়েকজন। আগে-পিছে মোটরসাইকেল বহরে ব্যস্ত অর্ধ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। প্রচার গাড়িতে সবাই খুঁজছে মেয়র প্রার্থীকে। কিন্তু তিনি নেই সেখানে। কিছুক্ষণ পর নেতাকর্মী নিয়ে হেঁটে হেঁটে লিফলেট বিতরণ করতে দেখা গেল আতিকুল ইসলামকে। হাসিমুখে লিফলেট বিতরণ করলেও কথা কম বলছিলেন আওয়ামী লীগের এই মেয়র পদপ্রার্থী। টানা গণসংযোগ আর জনসভায় বক্তব্য দিতে দিতে অনেকটা ক্লান্ত তিনি। তবে স্বভাবসুলভ হাসিতে কম কথায় পুষিয়ে দিচ্ছিলেন। গতকাল মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২, ৪১, ৩৯, ৪০ এবং ২১ নম্বর ওয়ার্ডে এভাবেই গণসংযোগ করতে দেখা গেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামকে।

ডিএনসিসির ৪২ নম্বর ওয়ার্ডে ১২তম দিনের গণসংযোগ শুরু করেন আতিকুল। এরপর বেরাইদ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় দেন। দুপুর দেড়টা পর্যন্ত বেরাইদ এলাকায় ছিলেন তিনি। বেরাইদ থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সাতারকুল সড়কের দিকে অগ্রসর যান। বিকেল সাড়ে ৩টার দিকে ৪১ নম্বর ওয়ার্ড হয়ে সাতারকুল রোড ধরে উত্তর বাড্ডা বাজারে পৌঁছান আতিক। সাতারকুল সড়কের কাঁচাবাজার এলাকায়সহ আশপাশের বাড়িতে লিফলেট বিতরণ করেন।

মেয়রের এই পরিশ্রমে অনেকে খুশি হলেও গাড়ি বহরের কারণে সৃষ্ট যানজটে অসন্তুষ্টি প্রকাশ করেছে অনেক এলাকাবাসী।

সাতারকুল সড়কের আলীর মোড় এলাকার আলামিন স্টিল কম্পানির কর্মী রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বেশ কয়েক বছর পর জমজমাট নির্বাচন শুরু হয়েছে। দেখে ভালো লাগছে। মেয়র আতিকের লোকজন গাড়িতে গেলেও তিনি হেঁটে যাচ্ছেন। এটা খুব ভালো লাগছে।’

আতিকুল ইসলামের প্রচারে থাকা লোকজন জানিয়েছেন, মঙ্গলবার বেরাইদ বাজার, সাতারকুল বাজার, উত্তর বাড্ডা, মেরুল বাড্ডা এবং নতুন বাজার এলাকায় গণসংযোগ করা হয়েছে। নৌকার মেয়র পদপ্রার্থী গণসংযোগে আসছেন এই সংবাদে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তাঁকে স্বাগত জানাতে সড়কে এসেছেন।

বেরাইদ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় আতিকুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকাগুলোর উন্নয়নে কাজ করব।’       

এদিকে তাবিথ আউয়ালের জনসভায় হামলার বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো প্রার্থীর ওপর বা তাঁর সমর্থকদের ওপর হামলা করেনি।’

মন্তব্যসাতদিনের সেরা