kalerkantho

শুক্রবার । ১ মাঘ ১৪২৭। ১৫ জানুয়ারি ২০২১। ১ জমাদিউস সানি ১৪৪২

যাত্রাবাড়ীতে তাপসের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক   

১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেযাত্রাবাড়ীতে তাপসের প্রচারণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফজলে নূর তাপস গতকাল যাত্রাবাড়ী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। ছবিঃ কালের কণ্ঠ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপস ভোট চাইতে এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন। গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভোট প্রার্থনার সময় বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি নগরীকে উন্নত করতে নানা প্রতিশ্রুতি দিয়েছেন তাপস।

সকালে যাত্রাবাড়ী মোড়ের টনি টাওয়ারের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী। এখানে সংক্ষিপ্ত পথসভা করার পর ৫১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এরপর ৬০, ৬১, ৬২, ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোটারের কাছে গিয়ে প্রচারপত্র তুলে দিচ্ছেন তাপস। কখনো ভোটারের বাসার দরজায়, কখনো বা দোকানে দোকানে গিয়ে ভোটারদের প্রচারপত্র তুলে দিয়ে নৌকার প্রতি সমর্থন চাচ্ছিলেন। নিজের শত শত নেতাকর্মীর ভিড়ে গণসংযোগে ভোটাররা নিজেদের সমস্যার কথা তুলে ধরছিলেন তাপসের কাছে। সমস্যা শুনে মেয়র নির্বাচিত হলে সমাধানের আশ্বাস দিচ্ছিলেন তিনি।

যাত্রাবাড়ী এলাকার ভোটার আব্দুল ওহাব কালের কণ্ঠকে বলেন, ‘মেয়র নির্বাচনের আগে অনেকে নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে মিল পাওয়া যায় না। আজ (শনিবার) মেয়র পদপ্রার্থী তাপসের কাছে এলাকার মাদকের সমস্যা, জলাবদ্ধতা ও বর্জ্য অপসারণ নিয়ে কথা বলেছি। তিনি সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন।’

টনি টাওয়ারের সামনে সংক্ষিপ্ত পথসভায় শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ভিশন ২০৪১ বাস্তবায়ন ও উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলা হবে। মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসীর সকল নাগরিক ও মৌলিক সেবা পৌঁছে দেব।’ ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা পাঁচ মূলমন্ত্রে ঢাকাকে গড়ে তোলার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ঢাকাকে গড়ে তুলতে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাব। যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের দেখিয়েছেন, সেই উন্নত দেশের উন্নত রাজধানী হবে ঢাকা।’

তাপস বলেছেন, ‘জনগণ নৌকার পক্ষে ব্যাপক সাড়া দিচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে প্রচারে নেমে আসছেন। আমাদের উন্নয়নের রূপরেখায় আশা করছি প্রাণের ঢাকা, ভালোবাসার ঢাকা প্রাণ ফিরে পাবে।’

পথসভায় আওয়ামী লীগের এ মেয়র পদপ্রার্থী সংশ্লিষ্ট এলাকায় দলের সমর্থন পাওয়া কাউন্সিলর পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

নির্বাচনী প্রচারে তাপসের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য সানজিদা খানম, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মন্তব্য