kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে ভোট চান ইশরাক

নিজস্ব প্রতিবেদক   

১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশকে আবার স্বাধীন করা হবে। জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়া হবে। ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আগামী ৩০ জানুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। গতকাল শুক্রবার দক্ষিণের ৬০ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শুরুর আগে বর্ণমালা স্কুলের সামনে পথসভায় তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় বর্ণমালা স্কুলের সামনে থেকে গণসংযোগ শুরু করে জাপানি মার্কেট, কদমতলা, মুরাদপুর, পূর্ব জুরাইন, পোস্তগোলা আলম মার্কেট রোড, শ্যামপুর রোড, শ্যামপুর বাজার, শ্যামপুর সরকারি মডেল কলেজে গিয়ে বিরতি দেন। এরপর শ্যামপুর লাল মসজিদে জুমার নামাজ আদায় করেন ইশরাক।

গণসংযোগে ইশরাকের সঙ্গে আরো ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, ড. আ ন ম এহসানুল হক মিলন প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা