kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

চা বানিয়ে খাওয়ালেন মেয়রপ্রার্থী আতিক

নিজস্ব প্রতিবেদক   

১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচা বানিয়ে খাওয়ালেন মেয়রপ্রার্থী আতিক

নির্বাচনী প্রচার ও গণসংযোগের একপর্যায়ে ভোটারদের নিজ হাতে চা বানিয়ে খাইয়েছেন ডিএনসিসির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল সোমবার গণসংযোগ শেষে ক্লান্ত আতিক রামপুরায় ইয়াসিনের চায়ের দোকানে বসে চা বানানো শুরু করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে পক্ষে-বিপক্ষে নানা ধরনের প্রতিক্রিয়া শুরু হয়।

জানা গেছে, গতকাল তালতলা মার্কেট থেকে গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম। নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করতে করতে একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন তিনি। বিরতির সময় চায়ের কেটলি হাতে চা বানানো শুরু করেন আতিক। দোকানদারের আসনে বসে পেশাদার চা বিক্রেতার মতো চা খাওয়ার জন্য ডাকাডাকিও করেন তিনি। প্রায় আট কাপ চা বানিয়ে ভোটার ও নেতাকর্মীদের খাইয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন আতিকের বহরে থাকা নেতাকর্মীরা। ভোটে নির্বাচিত হওয়ার পর মেয়রকে সাধারণ মানুষের সঙ্গে দেখতে চান বলে জানান ভোটাররা।

দোকানদার ইয়াসিন সাংবাদিকদের বলেন, ‘আমার চেয়ারে বসে মেয়র চা বানিয়ে আমাকে সম্মান দিয়েছেন। মানুষও যেন তাঁকে সম্মানিত করে এই দোয়া করি।’

মন্তব্যসাতদিনের সেরা