কবিতা অঙ্কন : মাহবুবুল হক
কোথাও রয়েছে দ্বীপ... একা
জলমগ্ন, ইশারার খেলা, প্রতি রাতে
চাঁদ এসে একবার সূর্য দিয়ে যায়,
মাঝে মাঝে উঁকি মারে কিছু...
কোনো ভাঙা জোছনার ঈদগাহ, কোনো
গুপ্ত হাহাকার, অজানার থেকে আসা
একেকটি স্তব্ধতার ডাক।
বুকে তার পামিরের ছাদ, হাঁটে কেউ
পা টিপে... পা টিপে, অনুস্বর,
উটেদের অশ্রুজল রেখে যায়
দুঃখের সৌন্দর্য, প্রশ্ন করে নিরন্তর :
এবারের শীতে কোন নিখিলকারণ
এসে, দিয়ে যাবে সুদূরের টান
কোন মহাকাল এসে এককণ্ঠে
গেয়ে যাবে অদৃশ্যের গান!
বিজ্ঞাপন