kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

চলো

শিমুল সালাহ্উদ্দিন

২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলো

কবিতা অঙ্কন : মাহবুবুল হক

প্রচুর আনন্দ করব আমরা একসাথে

হুটহাট ঘুরে বেড়াব নদী সাগর পাহাড়

দুমম করে বিরান পথের ধারে নেমে গিয়ে

করব শরীরী প্রেম, আনাজ মাচাঙের তলে

আর আদর করতে করতে ঘেমে যাব আমরা

হুট করে আসবে একটা বাউরি মেঠো বাতাস

চিটচিটে কর্দম গা শুকিয়ে নেব দুজনে আর

শুয়ে পড়ব ঘাসের গালিচায় রেখে ভার

শরীরের ক্লান্তির জগতের নানা অনাচার

ভুলে যাব, পায়ের ওপর দিয়ে আরেকটা

পা, অতীতের সমস্ত ঘা, ভুলে যাব আমরা

দেখতে দেখতে দুজনের চোখের তারা

তারার ভেতরে আমিকে দেখবে তুমি

তারার ভেতরে তুমিকে দেখব আমি

দেখতে দেখতে দুজনের ভেতরে দুজন

লীন হয়ে যাব, নতুন করে জন্মের,

মৃত্যুর, বিদ্বেষ ও ঘৃণার যত অনুভূতি

চোখ বুজে সব ঠোঁটের কষে ও লালায়

পরিবাহিত করে দেব তোমার শরীর—

সমাধিবিদ্যুতে, যার থেকে ঠিকরে বেরোয়

সতত প্রগলভ গোঙানি রোশনাই

চলো ভোরবেলা, যেদিকে ইচ্ছে যাই

বিজ্ঞাপনসাতদিনের সেরা