kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

দেহে পিয়া লেগে

আলতাফ শাহনেওয়াজ

২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেহে পিয়া লেগে

দ্রুত ফ্যান ঘোরে সাপের ফণায়

পাক খায়। শরীর মুচড়ে

রাত্রি ঘনায়। নিরুপায়

 

ঘর ভেঙে এসে বেগানা বাতাস

টগবগ। ফুলিয়ে যাচ্ছে

তোমারই নিবাস।

বিজ্ঞাপন

শিরা-রগ

 

ফেনিয়ে উঠছে খাদের ভেতর

সাঁতরাও। দেহে পিয়া লেগে

জন্ম যে ভোর। আলো পাও?

 

আলোর গতিতে বজ্রমাতম

উল্লাস। তোমা-পল্লবে

আমাদের যম। তার বাস

 

ছিল বহু আগে স্বর্গ-খন্দে

বাঁকা সাপ। আটকে ছিল সে

গমন ছন্দে। অভিশাপ

 

খুঁড়িয়ে-কুড়িয়ে ভিতর-বাহিরে

যাওয়া-আসা। তাতেই ক্লান্ত

সোমদূত চিরে। হাওয়া-পাশা

 

জাগিয়ে রেখেছে মল্লযুদ্ধ

খাদে ঢুকে। অগ্রে বাড়ছে

ফেনিল ক্রুদ্ধ। ধুঁকে ধুঁকে...সাতদিনের সেরা