তেলরঙে আঁকা ছবি, জীবন জীবন
ঝাড়পোছ বহুবার
একটি রঙের কাঁধে
সত্তা ও হৃদয় ঢেকে
অন্য এক রঙের প্রাধান্য
চেনা যায় না, ছোঁয়া যায় না
উপলব্ধি করা অসম্ভব।
এই হচ্ছে জীবনের
বেয়াড়া পেইন্টিং
বশ পোষ কিছুই মানে না সে
বশবর্তী হওয়ার
প্রশ্নও নেই!
জানে না সে আনুগত্য
কাকে বলে
কী তার চেহারা
এমন জীবন নিয়ে
প্রকৃতই বিপদে রয়েছি
উদ্ধারের আশু কোনো
আশা ভরসা নেই
দুরাশাই প্রচণ্ড প্রবল।
বিজ্ঞাপন