ধীরে ধীরে
এখন অনামিকায় মৃত্যুঞ্জয় শুয়ে থাকে
মাঠে মাঠে কাটা ধান, ধানের শরীরে কৃষকেরা
শুয়ে থাকে
তুমি তুমি করে ওঠা প্রাণ নিয়ে পথ হাঁটি আমি
কলমের আমবন, আত্মীয় দোকান খুলেছে
ছোট ছোট খাতা বই, কালির বয়াম পাওয়া যায়
শরীরে স্পর্ধা নেই এমন কিশোর মাঠে খেলে
বিকেল গড়ায় যেন কুঁজো থেকে শীতল জলধি
কে আমায় ডাকবে আজ
ভাত দেবে বনাঞ্চল জুড়ে
ব্যর্থ বিবাহ তার বাঁশিটিও ফেলে রেখে গেছে
ফেলে রেখে চলে যায় মানুষকে মানুষ চিরদিন!
পুকুরে প্রতিমা ভাসে
আত্মীয় দোকান সুর করে
পড়া বলে কলমের আমবনকে
ধীরে ধীরে
অনামিকা পাখি হয়ে উড়ে গেলে আমার—
অন্নপূর্ণা তুমি ক্ষুধায় আমায় ভরে দাও!
বিজ্ঞাপন