kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

ক্রুশবিদ্ধ

মণিকা চক্রবর্তী

২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রুশবিদ্ধ

মহৎ হৃদয় নিজেই এক কবিতা।

পৃথিবীর সকলে যদি জানত, কী করে

ভালোবাসাও অস্ত্র হয়ে ওঠে!

গান্ধী, মুজিব, নজরুলের মতো আরো

 কেউ কেউ জেনেছিল।

জেনেছিল, স্তব্ধতাকে ভালোবাসতে।

মেঘ ও আলোর খেলা শেষে

হনন আর হিংসার বাকরুদ্ধ সময়ে

কোনো অন্ত্যমিল না রেখেই,

ওরা হেরে গেল।

বিজ্ঞাপন

যারা ভালোবাসে তারা ক্রুশবিদ্ধ যিশু হয়ে যায়।

 সাতদিনের সেরা