গতরে এখনো ফোটা আলিয়ার কাদা,
আদিম ফুলের ঘ্রাণে জীবনটা বাঁধা;
তবুও নতুন ডাকে—কাদার শরীর
থেকে আদিমতা মুছে বলে, বাঁধো নীড়!
নীড় বাঁধি প্রেম বাঁধি হারিয়ে কোথাও!
ভোরের আলোয় দেখি হাতের রেখায়
পার্বতী খালের পানি বয় হাউমাউ!
সন্ধ্যার বিজলি জ্বেলে দেখি কাদামাখা
পায়ে জলার শৈশব জ্বলে দাউদাউ!
এঁটেল মাটির কাদা লাগিয়েছে আঁটা—
মুছে না ব্লিচিং দিয়ে পুড়ে না আগুনে
তবুও নতুন বলে—নতুনের ভ্রূণে—
পুরাতন ফেলে এসো এবার ফাল্গুনে;
অতীত হয়েছে বেচা সাফ কাওলায়
বহুবার, তবু দেখি কার হাওলায়
বেঁচে আছে জেগে আছে সে গুপ্ত খাতায়।
কবির অতীত বেচা যায় না কোথাও—
গহিন রাত্রিতে শুনি আলিয়ার রাও!
বিজ্ঞাপন