kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

ভালোবাসা জেগে আছে

আসাদ মান্নান

২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভালোবাসা জেগে আছে

প্রকৃতির জলসাঘরে ঘূর্ণিতালে ওই ঝড় ওঠে, 

বৈশাখী নারীর চোখে আলুথালু তুমুল খরায়

এ কেমন ঝড় ওঠে আজ! আনগ্ন চণ্ডীর মতো 

ক্ষুধা মৃত্যু এই দুই যমজ সঙ্গীকে বুকে নিয়ে

বসন্তের জয়োৎসবে নাচতে থাকে ময়ূর হৃদয়—

ঋতুকে ঋতুর ডাকে জনারণ্যে সাড়া দিতে হয়।

আগুনের হাত ধরে উড়ে আসে সমুদ্রের ঘুম—

শূন্যতার হাওয়াকলে মন যায় আকাশ ভ্রমণে।

 

যৌবনের কত শত গল্প দিয়ে ভালোবাসা তার

অরণ্যের পথ ধরে হাঁটে; তারপর যেতে যেতে

একদিন অন্ধকারে মুখ থুবড়ে পড়ে থাকে একা,

বার্ধক্যে প্রেমিক যেন শুয়ে থাকে কফিনের পাশে :

জীবনের চাওয়া-পাওয়া বলে আর কিছুই থাকে না

হঠাৎ ঘুমের মধ্যে দেখি, ভালোবাসা জেগে আছে।

 

বিজ্ঞাপনসাতদিনের সেরা