শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪
২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
ছুরি ধার
বঁটি ধার
শিল ধার
পাটা ধার,
লোকটা সকালে
দুপুরে
বিকেলেও ব্যস্ত।
বলছে না
চোখ ধার
নীতি ধার
কথা ও রীতি ধার।
বললেও ক্ষতি নেই,
জেগে থাকে সমাচার।
জং ধরা
কী কী আছে
প্রয়োজন তালিকার।
বিজ্ঞাপন