নদী বা রোদ-স্বভাবের পরিমাপ
করার চেয়ে বরং আমরা এখন
মেদিনীপুরের পূর্ব অংশেই থাকি
যদিও তখন দামোদর নদী ও তার
পারের ঘাসে আছড়ে পড়েছে রোদ
এখানে বৃক্ষেরা খেলছে খোলা মাঠে
আর আমাদের মনগুলো বিষ হয়ে গেছে
মনোখেলাতেও তাই আসছে না প্রেমিকারা
ধুৎ, এ কেমন পরিত্যক্ত সময় আজ?
তবু হলুদ রোদের ভালোবাসা জাগে
তবু চুলের ছিদ্র দিয়ে বাতাস ওড়ে
তবু মোনালিসা দাসকে বলি—চলো
বিভূঁইয়ের গন্ধ মেখে মুম্বাই নয়
আমরা একাকিত্বের সংজ্ঞা খুঁজি
পেছনের নাম হবে তবে ভোর পাঁচটা
কালো পাড়ের সবুজ শাড়ি শরীরে
মিস, তবু জেগে উঠুক তোমার অহংকার
বিজ্ঞাপন