kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

কিছুই থাকে না

মহাদেব সাহা

২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিছুই থাকে না

কিছুই থাকে না, শুধু ভালোবাসা থাকে,

স্বপ্ন বেঁচে থাকে;

আর কিছুই থাকে না, নাম মুছে যায়,

           কীর্তি মুছে যায়,

নশ্বর পৃথিবীতে থাকে শুধু অমর অক্ষয় প্রেম,

           কালজয়ী এই ভালোবাসা;

প্রেমেরই অন্য নাম অমরত্ব, চিরন্তন

           কালের কুসুম;

মানুষের জন্য শুধু বেঁচে থাকে মানুষের ভালোবাসা,

শুধু এই হৃদয় বেঁচে থাকে।

কাল থেকে কালে, বেঁচে

           থাকে প্রেম,

বেঁচে থাকে স্নেহময় একটি হৃদয়,

কিছুই থাকে না, থাকে শুধু প্রেম।

বিজ্ঞাপনসাতদিনের সেরা