kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

রোদের পাঠক

কামাল চৌধুরী

২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোদের পাঠক

সব মেঘমালা থেকে ধার করে নিয়েছি তোমাকে

বসন্তে দাঁড়াতে বলে ভুলে গেছি নিস্তব্ধ গ্রীবাও

প্রতিতুলনার ভিড়ে ভেঙে পড়ছে সামান্য কুয়াশা

অথচ কুহক দেখো ভেবে নিচ্ছে তোমাকেই রোদ

 

শীতযাপনের আগে এভাবেই মুখোমুখি আজ

এভাবেই কিছু হাওয়া উড়ে এসে বসেছে শরীরে

ছায়া কুড়ানোর ছলে পাশাপাশি হেঁটে যাওয়া দিনে

তোমার হাসির শব্দে হয়ে যাচ্ছি রোদের পাঠক।

বিজ্ঞাপনসাতদিনের সেরা