kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

শিরোনামহীন

নির্মলেন্দু গুণ

২৭ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিরোনামহীন

ক্ষুদ্রতাকে আড়াল করি নেই সে সাধ্য

ক্ষুদ্র চিরকালই জানি বৃহত্বাধ্য।

তোমার কাছে ফিরে এসে প্রত্যহ তাই

অপমানের চেয়েও বেশি আনন্দ পাই।

তুমি চাও না সে-আনন্দে অংশ নিতে

পোড়াতে চাও আমাকে তার দংশনীতে।

হে ভুজঙ্গী, বঁধু আমার—প্রিয় সর্প,

দংশনেও কি হবে না লীন তোমার দর্প?

বিজ্ঞাপনসাতদিনের সেরা